প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় এম কফিল উদ্দিন আহমেদের গণসংযোগে জনস্রোত

রাকিব ইদ্রিস

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে রাজধানীর উত্তরায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয় এক গণসংযোগ কর্মসূচি।

জুমার নামাজ শেষে উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, জমজম টাওয়ার চত্বর অতিক্রম করে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অংশগ্রহণকারীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে তারা এম কফিল উদ্দিন আহমেদকে দেখতে চান। স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে উপস্থিত হয়ে সমর্থন জানান। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আস্থা অর্জন করেছেন।

গণসংযোগ শেষে এম কফিল উদ্দিন আহমেদ বক্তব্যে বলেন,
“ঢাকা-১৮ আসনের জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদার করবো।”

বিএনপির স্থানীয় নেতারা মনে করেন, উত্তরা এলাকায় এ ধরনের গণসমাবেশ প্রমাণ করে দিয়েছে—ঢাকা-১৮ আসনের জনগণ এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাদের বিশ্বাস, এই গণসমর্থনই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, দক্ষিণ খান থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া, পূর্ব থানার আহ্বায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান ও সাইফুল, দক্ষিণ খান থানা বিএনপির নেতা সেলিম সরকার এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়