
রবিউল ইসলাম সাজু, বগুড়া
বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গতকাল শনিবার দড়িহাঁসরাজ,ছাতিয়ানতলা ও মধুপুরে তিনটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নির্বাচনী এসব সমাবেশে মতবিনিময় করেন বগুড়া -১ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। মধুপুর ইউনিয়নের শালিখা ঈদগাহ মাঠের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে দল তাকে মনোনয়ন দিলে অতীতের মতো সুখে দুখে তিনি সাধারণ জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তারেক রহমানের নির্দেশনায় সবাইকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধশালী দেশগড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সোনতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী, কৃষকলীগ সোনাতলা শাখার আহবায়ক এমদাদুল হক বাদশা, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক হাজী রাশেদুল ইসলাম হান্নান, যুগ্ন- আহবায়ক কামরুল হাসান বাবু, আবুবকর সিদ্দিক বাবু, সুজাউল ইসলাম ভুট্টা প্রমুখ।