প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালত ও বিজিবির যৌথ অভিযান, ভারতীয় মহিষ জব্দ, একজনের কারাদণ্ড

মোশারফ হোসেন , গোয়াইনঘাট থেকে ::

সীমান্তঘেঁষা সিলেটের গোয়াইনঘাটে আবারও বিজিবির কড়া নজরদারি। ভোরের নিস্তব্ধ রাত ভেঙে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে একসাথে ধরা পড়লো ভারতীয় মহিষের বড় চালান।তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা প্রথমে সারীঘাট এলাকায় অভিযান চালিয়ে আটক করেন ২৬টি ভারতীয় মহিষ। এদিকে, রাত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের আলাদা অভিযানে আরও ৪টি মহিষ জব্দ হয় একটি ডিআই (পিকআপ) গাড়ি থেকে। গাড়িচালক মো. দেলওয়ার হোসেনকেও আটক করা হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান— ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর অপরাধে দেলওয়ারকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আটক পিকআপ গাড়িটি থানায় ডাম্পিং করা হয়েছে এবং জব্দকৃত মহিষ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন—
“সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ, মাদক ও অস্ত্র পাচার বন্ধে বিজিবি সর্বদা সতর্ক। নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযানের অংশ হিসেবেই এ মহিষ জব্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় গবাদিপশু আনার চেষ্টা হয়। বিজিবির এমন টানা অভিযানে পাচারকারীরা কোণঠাসা হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়