প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জান্নাতুল বাকি, রিপোর্টার 

শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। মেধাবী, সৎ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হলে তাদের পাশে থেকে নৈতিক ও সৃজনশীলতার শিক্ষা দিতে হবে। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরিফ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাত।

সংবর্ধনা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করার প্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও শিক্ষাবান্ধব পরিবেশে অনুষ্ঠিত একটি গঠনমূলক আয়োজন, যা মেধাবীদের উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে অভিমত দেন উপস্থিত শিক্ষাবিদ ও অভিভাবকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়