মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ সুমন আহম্মেদ।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালী বাবুরহাটি গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের প্রাণবন্ত আয়োজন 'ডিঙ্গি নৌকা বাইচ' প্রতিযোগিতা। বাবুরহাটি যুব সংঘের উদ্যোগে ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার বিকেল সাড়ে তিনটায় এ প্রতিযোগিতা শুরু হয়।
এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৬০ থেকে ৭০টি নৌকা। বিজয়ীদের মাঝে মোট ৯০টি পুরস্কার প্রদান করা হয়।
প্রথম স্থান অধিকার করে বিকাশ, সাহেব আলী, বিমল, রাজেশ, হায়দার, আশিকসহ আরও অনেকে।
দ্বিতীয় স্থান অর্জন করে মোহাম্মদ, বিষ্ণু, সীমান্ত, রানা, আব্দুর রহমানসহ আরও অনেকে।
নৌকা বাইচের প্রধান আয়োজক ছিলেন বাবুরহাটি যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল ওহাব মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন
সাবেক চেয়ারম্যান ও হরিরামপুর থানা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান ।
নৌকা বাইচের উদ্যোক্তা মোঃ মোশারফ হোসেন।
স্থানীয় হাই স্কুলের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ সুলাইমান আহমেদ সজল,
বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান,
বাবু ওমরেশ চন্দ্র রায়, তারিকুল ইসলাম তোতা, সেলিম হোসেন, মোহাম্মদ বিল্লাল খান,
প্যানেল চেয়ারম্যান দ্বিজেন হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিঙ্গি নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। উল্লাসে মুখরিত দর্শকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বাবুরহাটি যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল ওহাব মোল্লা বলেন—
“প্রতি বছরের মতো এবারও সফলভাবে নৌকা বাইচ সম্পন্ন করতে পেরেছি। এটি সম্পূর্ণ অরাজনৈতিক আয়োজন এবং স্থানীয় সরকারের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এ খেলার আয়োজন করা হয়। আগামীতে আরও বৃহৎ পরিসরে নৌকা বাইচ প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে, যেখানে উচ্চপদস্থ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে।”