প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুর উপজেলায় পৃথক দুটি ফুটবল টুর্নামেন্ট

সদরপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান 

ফরিদপুরের সদরপুর   ৷    উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পৃথক দুটি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দুলাল ফাউন্ডেশনের সৌজন্যে এবং ক্রীড়াপ্রেমী যুবসমাজের আয়োজনে উপজেলার আকোটেরচর সাগর চন্দ্র (এস সি) উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুলাল ফাউন্ডেশন এর কর্নধার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল, আকোটেরচর সাগর চন্দ্র (এস সি) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  শাহীন আনোয়ার, আব্দুর রাজ্জাক প্রামানিক, শেখ শহীদ, মোয়াজ্জেম হোসেন, আয়োজন কমিটির অন্যতম সদস্য মোঃ মাহমুদুল হাসান লিটন প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব বনাম হাজীগঞ্জ স্পোর্টিং ক্লাব। চমৎকার আক্রমণাত্মক খেলায়
চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হাজীগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

অপরদিকে উপজেলার আটরশি নজরুল যুব সংঘ মাঠে উক্ত যুব সংঘের সভাপতি কে এম আবু সাইদ এর সভাপতিত্বে নজরুল যুব সংঘের আয়োজনে কে এম চাঁন মিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ এ সামাদ মৃধা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব বনাম বিশ্ব জাকের মঞ্জিল ফুটবল স্পোর্টস। এ খেলায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে বিশ্ব জাকের মঞ্জিল ফুটবল স্পোর্টসকে পরাজিত করে।

এই পৃথক দুটি খেলা দেখতে উপস্থিত হয়েছিলো বিপুল সংখ্যক দর্শক। খেলা শেষে অতিথিরা বলেন, এ ধরনের টুর্নামেন্ট যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এমন খেলার আয়োজন করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়