প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সহযোগিতায় প্রদত্ত শিবগঞ্জে বিহারহাট দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো:ওসমান গণী:শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন এক দিগন্তের সূচনা হলো। দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত পড়ে থাকা বিহারহাট দাখিল মাদ্রাসায় অবশেষে উন্নয়নের ছোঁয়া লাগলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার মীর শাহে আলমের অক্লান্ত প্রচেষ্টায় মাদ্রাসাটির জন্য বরাদ্দ হলো ১ কোটি ২৫ লক্ষ টাকা।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে চারতলা ভীতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মীর শাহে আলম। এ সময় এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে এলাকাবাসী ও শিক্ষকমণ্ডলী অংশ নেন। দোয়া শেষে তিনি বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই একবাক্যে স্বীকার করেন—এতদিনে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি যে অবহেলা ছিল, তা দূর হবার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

এ যেন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মানুষ বিশ্বাস করছে, এই ভবন নির্মাণ শুধু ইট-কংক্রিটের স্থাপনা নয়, বরং আগামী প্রজন্মের স্বপ্ন গড়ে তোলার এক দৃঢ় ভিত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়