জলাশ পাহান
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নওগাঁর পোরশা। শনিবার সকাল ১১টায় উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ে পেশাদার সাংবাদিকদের ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন পোরশা মডেল প্রেসক্লাবের সভাপতি আমির উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন। বক্তব্য দেন সাংবাদিক ডি এম রাশেদসহ আরও অনেকে।
বিক্ষোভ মিছিলটি বিসমিল্লাহ মার্কেট থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সারাইগাছি মোড়েই দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকেরা। এসময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া-এর রইস উদ্দিন, দৈনিক ভোরের ডাক-এর আমির উদ্দিন সরকার, তৃতীয় মাত্রা-র নাইম উদ্দিন, ভোরের চেতনা-র আব্দুল মান্নান, নয়া দিগন্ত-এর হিরা, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোজাহারুল ইসলাম আকাশ, তামজিত হোসেন এবং ডিএসবি শরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সাধারণ মানুষ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সাংবাদিকেরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তুহিনের মতো একজন মেধাবী ও সৎ সাংবাদিককে হত্যার মধ্য দিয়ে যে বার্তা দেওয়া হয়েছে, তা গোটা সংবাদমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রচারে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় নীতিমালার দাবি জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুহিন হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।