মহি উদ্দিন সুজন - রিপোর্টার নোয়াখালী
নোয়াখালী বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউনিয়নের কাছি হাটা গ্রামের সেরাংগো বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সন্ধ্যা নামতেই হঠাৎ এক হৃদয়বিদারক খবর – ছাত্রশিবিরের নিবেদিতপ্রাণ কর্মী, নোয়াখালী কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল হামিদ আর নেই।
আজ সন্ধ্যায় ৮তলা ভবন থেকে দুর্ঘটনাবশত পড়ে সে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রগতির রাজপথে ছুটে চলা এক তরুণ, যাকে দেখা যেত সমাজে নৈতিকতা, মানবিকতা আর ইসলামী আন্দোলনের বাণী ছড়াতে, আজ সেই তরুণই নিথর দেহে শুয়ে আছেন – বিদায়ের অনন্ত নিস্তব্ধতায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর শাখা এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা আব্দুল হামিদের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছে। শোকাহত পরিবারের প্রতি জানানো হয়েছে সমবেদনা, আর মরহুমের এ বিদায় লগ্নে তাঁকে জানানো হয়েছে হৃদয়ের শ্রদ্ধা।
আব্দুল হামিদ ছিল এক উজ্জ্বল তারকা, যার আলো অনেক তরুণকে আলোকিত করত। সেই আলো আজ নিভে গেলেও তাঁর আদর্শ বেঁচে থাকবে হাজারো মনের মশাল হয়ে।