প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ ইব্রাহিম হোসেনঃ

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শুক্কুর মাহমুদ এর আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ ৬ জুলাই ২০২৫ রোজ রবিবার রাজধানী মোহাম্মদপুর শুক্কুর মাহমুদ এর নিজ বাস ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-১৩ সংসদীয় আসনে বিএনপি'র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৩ আসনের বিএনপি’র সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ, বৃহত্তর মোহাম্মদপুর থানা বিএনপি সাবেক সভাপতি এহসানুল হক সেতু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান সেলিম। 
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সাজু, আবুল বাশার, সালাউদ্দিন ভুট্টু, জাহাঙ্গীর উল্লাহ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সোহেল মোল্লা সহ মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  
দোয়া ও মিলাদ মাহফিলে হযরত ইমাম হোসাইন (রা.) ও কারবালার ময়দানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং শুক্কুর মাহমুদ এর মা-বাবা, দাদা-দাদী, সহধর্মিণী, আত্মীয়-স্বজন সহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।  
আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়