প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন 

নওগাঁ জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী বিল সংলগ্ন রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "তারুণ্যের আলো"।
সংগঠনের সদস্যরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে দুই প্রজাতির ২০টি গাছের চারা রোপণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদ আলী বলেন,
"মানুষ ও মানবতা, মানবতার তরে, আমরা মানবিক" — এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়েই "তারুণ্যের আলো"র যাত্রা শুরু।
পৃথিবীকে বাসযোগ্য, সুস্থ ও নির্মল রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, নওগাঁ সদর উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হাঁসাইগাড়ী রোডকে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ করছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নাসির উদ্দিন মাস্টার,
সভাপতি মোঃ আলমগীর কবির সুমন,
সাংগঠনিক সম্পাদক আমিনুল,
অর্থ সম্পাদক আমিনুল,
ক্রীড়া সম্পাদক নাদিম
এবং সদস্যবৃন্দ: সাগর, বকুল, রহমত, বিপুল, সাদিক, শ্রাবণ ও শিহাব।

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এই মহতি উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
সংগঠনের পক্ষ থেকে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয় — যাতে জলবায়ু পরিবর্তন রোধ ও পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়