প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে পবিত্র আশুরা'র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক  আলোচনা সভা

মুকুল হোসেন 

সিরাজগঞ্জে- পবিত্র আশুরা'র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত  অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জ এঁর আয়োজনে- 

রবিবার (৬ জুলাই) বাদ জোহর  সিরাজগঞ্জ  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত উক্ত  অনুষ্ঠানে, 

 ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এঁর সভাপতিত্বে প্রধান আলোচক  অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ  মাওলানা মোঃ  তরিকুল ইসলাম। এসময়ে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। 

উক্ত  আলোচনা সভায় সকলের মাঝে বক্তাগণ নানাভাবে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরেন। মুসলিম বিশ্বে এই আশুরা'র ইতিহাস অনবদ্য। আলোচনা সভা বিশেষ দোয়া-- মোনাজাত  পরিচালনা করে পুরো বিশ্বের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালা'র নিকট দোয়া কামনা করা হয় ।

মূলত, মহররম চান্দ্রবছরের প্রথম মাস। সম্মানিত চার মাসের তৃতীয়। ইসলামের ইতিহাসে মহররম অত্যন্ত ফজিলতময় মাস। এ মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। মহররমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনার কথা বলা হলেও বিশুদ্ধ বর্ণনায় মাত্র দু’টি ঘটনার কথা জানা যায়। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদের ফেরাউন ও তার সৈন্যদের কবল থেকে মুক্তি পাওয়ার ঘটনা। যেখানে দরিয়ায় রাস্তা বানিয়ে আল্লাহতায়ালা তাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন। এই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় ফেরাউন ও তার সৈন্যদের দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করার ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়