
মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আশিকুর রহমান
সারা দেশের ন্যায় ইবাদত বন্দেগীতে শনিবার রাতে বগুড়ায় দারুত তাযকিয়া সিদ্দিক্বীয়া দরবার শরীফ মোকামতলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র আশুরা মিনাল মহাররম পালিত হয়েছে।
দরবার ও মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুহাম্মাদ আবু হোরায়রা হাসান সিদ্দীকীর তত্ত্বাবধানে এই পবিত্র রজনীতে বাদ মাগরিব থেকে মধ্যরাত পর্যন্ত নানা ইবাদত-বন্দেগী অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, জিকির-ফিকির, নামাজ ও মিলাদ-ক্বিয়ামের মধ্য দিয়ে রাত্রী জাগরণ করা হয়। পীর সাহেব মুফতি মুহাম্মাদ আবু হোরায়রা হাসান সিদ্দিকী মহামান্বিত রজনী ‘আশুরা মিনাল মহাররম’ এর রাতে ইবাদতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় বর্তমান সময়ে আহলে বায়াতের মহাব্বত ও শোহাদায়ে কারবালায় ইয়াজিদের কোন দোষ নেই মর্মে যারা মিথ্যা অপপ্রচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এর সাথে পবিত্র এই রজনীতে ইমাম হোসাইন / আওলাদে রসুল (ﷺ) উনাদের প্রতি মহাব্বত ইমানের অংশ যা দলিলাদির মাধ্যমে উপস্থাপন করেন।
সেই সাথে কারবালার হৃদয়বিদারক ঘটনা উপস্থিত মুসল্লিদের মাঝে উপস্থাপন করেন।
অসংখ্য মুসল্লির অংশগ্রহণে রাত্রী জাগরণের পর সকলকে সেহরীর জন্য খাওয়ানো হয়। শেষে অতীতের পাপ ও অন্যায়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হয় এবং দেশ-জাতির সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা হয়।