
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাতের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া শহীদ মোঃ ইউসুফ এবং শহীদ জিসান সহ সকল শহীদ ভাইদের জন্য পবিত্র জুম্মার দিন দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এই আয়োজনে জুলাই আন্দোলনে আহত সকল সাহসী ভাই-বোনের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজের পর শহীদ মোঃ ইউসুফের কবর জেয়ারত করেন উপজেলা এনসিপির নেতৃত্ববৃন্দ। তাদের খোঁজ খবর নেন, তাদের সমস্যা সম্পর্কে জানেন এবং তাদের হাতে মৌসুমি ফল তুলে দেন।
এ সময় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক জনাব আল মাহমুদ (ফজলে রাব্বী) বলেন, "এনসিপি বিশ্বাস করে—জুলাই বিপ্লব ছিল বৈষম্যের বিরুদ্ধে বাংলার সন্তানদের জাগরণ। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের পথচলা অব্যাহত থাকবে।"
উপজেলা সিনিয়র যুগ্ন সমন্বয়ক জনাব আশিকুল ইসলাম বলেন “শহীদ মোঃ ইউসুফ ও শহীদ জিসান শুধু লাকসামের নয়—বাংলাদেশের গর্ব। তাহারা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। আমরা তাহাদের রক্তঋণ কখনো ভুলবো না।”
লাকসামের বিশিষ্ট নাগরিক জনাব আসলাম ভূইয়া বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ হবে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মানে জীবন দিয়ে প্রাণ উৎসর্গ করেন শহীদ মোঃ ইউসুফ এবং শহীদ জিসান। তাদের ঋণ এ বাংলার মানুষ ভুলবে না।
কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এনসিপি লাকসাম উপজেলার সদস্য সহকারী অধ্যাপক আব্দুল জলিল, মোঃ জিসান, আজিজুল হক রিফাত, আমির হোসেন, আদিত্য শাহরিয়ার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।