
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোটার (নওগাঁ)
“শিক্ষকরা শুধু মানুষ বা জাতি গড়ার কারিগর নন, গণতন্ত্র রক্ষারও কারিগর। কারণ, ভোট গ্রহণের মাধ্যমে প্রকৃত মানুষকে নির্বাচিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম।” এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার পুইয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিগত দিনে রাজনৈতিক চাপে নৈতিকতা বিসর্জন দিতে আপনাদের বাধ্য করা হয়েছিল। দোয়া করি, ভবিষ্যতে যেন এমন চাপ না আসে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষক কর্মচারীদের জন্য অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে।”
সম্মেলনে মো. এস এম মোরশেদ আলমকে সভাপতি ও মো. শরিফুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, যুবদল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা শহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।