প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে লুমিনাস গ্রুপের আঞ্চলিক ডিলার সম্মেলন

মোঃ রাকিবুল ইসলামঃ

কৃষক বাঁচাও মাটি বাঁচাও দেশ বাঁচাও’- স্লোগান নিয়ে লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিকস লিমিটেড রাজশাহী আঞ্চলিক -১ ডিলার জাহাঙ্গীর আলমের আয়োজনে আঞ্চলিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ(৫ জুলাই) শনিবার রাজশাহী পোস্টাল একাডেমির অডিটর রুমে সকাল ১০টাই শুরু হয়ে সম্মেলনটি বিকেল পাঁচটায় শেষ হয়। 
উক্ত সম্মেলনে লুমিনাস গ্রুপ লিমিটেডের ডেপুটি ডিরেক্টর মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ। 
এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-লুমিনাস গ্রুপের ডিরেক্টর এডমিন মোঃ আনোয়ার হোসেন তিনি বলেন, সারা বিশ্ব যে স্মার্ট টেকনোলজি নিয়ে আগানোর চিন্তা করছে। সেই স্মার্ট টেকনোলজি মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে দিতে কাজ করছে লুমিনাস গ্রুপ লিমিটেড। লুমিনাস গ্রুপের প্রতিটি প্রোডাক্ট খুবই মানসম্মত এবং যুগ উপযোগী। লুমিনাস গ্রুপ প্রথমে দুই একটা ডিলার নিয়ে কাজ শুরু করলেও তারা আজ ২৫০০ এর অধিক সারা বাংলাদেশে কাজ করছে। তিনি এই কোম্পানিকে আরও এগিয়ে নিতে সবাইকে একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও উক্ত সম্মেলনে প্রধান প্রশিক্ষক হিসেবে ডিলারদের প্রশিক্ষণ প্রদান করেন মিরাকেল এগ্রো এন্ড কসমেটিকসের সিইও হাজী আলাউদ্দিন ভূঁইয়া। ও প্রশিক্ষক ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ সিফাত এস সৌরভ।
প্রশিক্ষণকালে হাজী আলাউদ্দীন ভূঁইয়া বলেন, মাটি  ও কৃষকদের বাঁচাতে লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড এগ্রো কসমেটিকস লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রোডাক্ট গুলো ব্যবহার করলে মাটির গুনোগত মান ভাল রেখে অধিক ফলন বাড়ানো সম্ভাব বলে জানান তিনি।কিভাবে কখন ফসলে এই প্রোডাক্ট ব্যবহার করতে হবে তা নিয়ে কৃষক ও ডিলারদের তিনি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন,২০২১ সালে লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড এগ্রো কসমেটিকস লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত গৌরবের সাথে কৃষক ও ডিলারদের নিয়ে কাজ করে আসছে। ডিলারদের ভাল কাজ করার জন্য ও সেল বাড়াতে অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিলার,কৃষক,টিএসএম,টিএসও,ইউএফও সহ প্রায় ২৫০ জন প্রশিক্ষণার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়