প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমের ফলজ গাছের চারা বিতরণ

শাহনাজ বেগম ( মুন্সীগঞ্জ প্রতিনিধি) ঃ

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে মুন্সীগঞ্জের ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা।

শনিবার (৫ জুলাই) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
ব্যতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এডভোকেট মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ শরীফ মাহমুদ, প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট শাহ আলম, এডভোকেট ফেরদৌস মাখন, নিহাল হাসনাত, বিউটি আক্তার তৃষা, সুমী আক্তার, ইঞ্জিনিয়ার ফয়সাল আহাম্মেদ ইমন, মঞ্জুর হোসেন আরিফ, 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই উদ্যোগের মূল প্রতিপাদ্য ছিল— “এসো গাছ লাগাই, দেশ বাঁচাই”
এবং “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়—সবুজ পৃথিবী, সুস্থ জীবন”।

উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশবান্ধব জীবনধারার প্রতি সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।


৭ টি  শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়