প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলাচিপায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ও কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ 
উপজেলা কৃষি অফিসের আয়োজনে গত ২ই জুলাই থেকে চৌঠা জুলাই ২০২৫ পর্যন্ত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে, মেলায় অংশগ্রহণকারী পারিবারিক, পুষ্টি চাষ, আদর্শ বাড়ি ও ছাদ কৃষি সহ দুটি বৃক্ষ কৃষি নার্সারি মালিক, ফল চাষি ও কৃষিবিদ ব্যক্তিদের মাঝে গতকাল শুক্রবার অফিসার্স ক্লাবে বেলা ১২:০০ টায় এক সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগীর, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাসেম আলী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ১৩ টি স্টলের কৃষক, সুধি, সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়