প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে দল বেঁধে হোটেলে হামলা, যুবদল নেতা মনির বহিষ্কার

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার 

রাজধানীর বনানীতে জাকারিয়া হোটেলে দল বেধে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।  এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করেছে হোটেল কর্তৃপক্ষ।  

তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে গতকাল রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল।

জাকারিয়া হোটেলে হামলার ঘটনাটি  নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়