প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসামে সাবেক এমপি প্রয়াত কর্ণেল আজিম সাহেব স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত

হামিদুল ইসলাম, 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের চার দলীয় জোটের সাবেক সংসদ সদস্য মরহুম কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম এর স্মরণে লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির উদ্যোগে নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী (ডিসি সোলায়মান)। এ সময় তিনি বক্তব্যের শুরুতে সাবেক নন্দিত সাংসদ কর্ণেল (অব:)এম আনোয়ারুল আজিম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি ২০২৪ এর জুলাই বিপ্লবের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।

তিনি বলেন - মরহুম কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সর্বস্থরের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। আজকের এ আয়োজনের জন্য তিনি লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন -লাকসাম দৌলতগঞ্জ বাজারে প্রায় ৮ হাজার ব্যবসায়ী ৩৬ ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করছেন। আপনাদের ঐক্যবদ্ধ থেকে বণিক সমিতি পরিচালনা করতে হবে। রাষ্ট্রের সকল স্থরে সৎ ও যোগ্য লোকদের নেতৃত্বে পাঠাইলে সকলের মঙ্গল হবে। অন্যথায় কিছু সুযোগ সন্ধানী ও দুষ্ট লোকগুলো দায়িত্ব নিয়ে যায়। আপনারা স্বোচ্ছার থাকবেন,যেন গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোন অবস্থাতে লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার কোন জায়গায় কেউ কোন দায়িত্ব গ্রহন করতে না পারেন। 

লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু এবং আবু বকর জাহিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জি এম ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী নুরুন্নবী, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান, লাকসাম দৌলতগঞ্জ বাজার বনিক সমিতির সহ সভাপতি আবুল কালাম ভূঁইয়া, খোরশেদ আলম তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারী ইকবাল হাফিজ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সকল নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ।
পরে সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিম ও ২০২৪ এর জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়