প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে সরকারি অফিসে হামলা ও হেনস্তার অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ!

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নাছিমা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ইকবাল হোসেন রাজু ছাড়াও আক্কাছ ভূঁইয়া ও ফাহিম ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে নাছিমা আক্তার তার আত্মীয়দের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় উপস্থিত হলে, অভিযুক্তরা অজ্ঞাতনামা কয়েকজন লোকসহ সেখানে গিয়ে তাদের হুমকি, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেস্টা করেন। তখন ইউএনও কার্যালয়ের কিছু কর্মচারী এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ ফাইল ভাঙচুরের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে অভিযুক্ত ইকবাল হোসেন রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত না। ইউএনও অফিসে সিসিটিভি রয়েছে, সেখানে যাচাই করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।”

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন,আজ সন্ধ্যায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, “জমি সংক্রান্ত একটি শুনানির সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আমাদের স্টাফরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পরে বিষয়টি সমাধান করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়