প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটির সন্তানদের জন্য 'মিরাকেল'—যে মানুষটির হাত ধরেই এসেছে কৃষির আশীর্বাদ!

ডেস্ক রিপোর্টঃ

ছবিতে যাঁকে দেখছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় হাজী মো. আলাউদ্দিন স্যার। একজন স্বপ্নবান পথপ্রদর্শক, যাঁর হাত ধরেই আমরা পেয়েছি "মিরাকেল" নামের এক কৃষি বিপ্লবের সূচনা।

আলহামদুলিল্লাহ, তাঁর হাত ধরেই আজ কৃষিতে আশার আলো দেখতে পাচ্ছেন হাজারো কৃষক। আমাদের দেশের মাটি, কৃষক ও পরিবেশের কথা ভেবেই তিনি এনেছেন একের পর এক বিস্ময়কর কৃষিপণ্য—যা শুধু উৎপাদন বাড়াবে না, রক্ষা করবে মাটির গুণাগুণ, পরিবেশ ও মানুষের স্বাস্থ্য।

এই মানুষটি প্রমাণ করে দিয়েছেন—যদি মনে থাকে দেশের প্রতি ভালোবাসা, তাহলে সম্ভব অসাধ্যকে সাধন করা।
তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন—“মিরাকেলের মতো ১২০টি কৃষিপণ্য তৈরি করে যাবেন কৃষকের জন্য।”

এটা শুধু পণ্যের গল্প নয়, এটা এক ভালোবাসার ইতিহাস।
এটা একজন মানুষের দায়বদ্ধতা, শ্রম, ঘাম আর দেশপ্রেমের ফল। মিরাকেল মানেই—

  • মাটির জন্য নিরাপদ

  • কৃষকের জন্য লাভজনক

  • পরিবেশবান্ধব

  • এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই এক উপহার

তিনি যেন আমৃত্যু কৃষির জন্য কাজ করে যেতে পারেন, সেই কামনায় আমরা বলি—
আল্লাহ আমাদের আলাউদ্দিন স্যারকে সুস্থ রাখুন, শক্তি দিন এবং তাঁর হাত দিয়ে বাংলাদেশের কৃষিতে আরও অনেক “মিরাকেল” ঘটিয়ে দিন, ইনশাআল্লাহ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়