
মোহাম্মদ সাজেদুল ইসলাম (বুলু)
নিজস্ব প্রতিনিধি,দৈনিক সরেজমিন বার্তা,
জুলাই -আগষ্ট-২০২৪ এর শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্বরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা জামায়াতের আয়োজনে আজ বুধবার বিকালে চৌগাছা দারুল এয়াতিমখানায় এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২(গাংনী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হোসাইন, জেলা শিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ আল আমিন ইসলাম বকুল, গাংনী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
পরে জুলাই আগষ্টের বিপ্লবীদের স্বরণে দোয়া ও মোনাজাত করা হয়।