তাহের তারেক
সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়ন এর অধীনে মোঃ বাহাউদ্দীন বাহারের মালিকানাধীন বিল্ডিং করার কারণে বড়দেশী গ্রাম সহ আশেপাশের সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের বড় দেশি গ্রামসহ আশপাশের ২২টা গ্রামের মানুষের দুর্ভোগের অভিযোগ পাওয়া যায়।
তথ্য অনুসন্ধানে জানা যায় যে,বাহাউদ্দিন বাহার রাজউকের অনুমোদনে ১০ তলা ভবনের নির্মাণ কার্যক্রম শুরু করলে নিজের বিল্ডিং এর পাইলিং এর কাজ করতে যেয়ে,গ্যাসের লাইনের পাইপ কেটে ফেলা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেওয়াই এই চরম দুর্ভোগে আছে গ্রামবাসীরা।
প্রায় এক সপ্তাহ হয়ে গেল এলাকার মানুষের রান্না বান্না নাই তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছে বলে অনেকেই জানাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কমনা করে ভুক্তভোগীরা।
ভবন নির্মানাধীণ বিল্ডিং এর গ্যাস লাইনের সংযোগ স্হাপনের জন্য মাটি খুড়ে গ্যাস লাইনের কাজ করতে যেয়ে তিতাস গ্যাসের পাইপ লাইনে প্রভাব পড়লে তা বিভিন্ন জায়গায় লিকেজ হয়ে যায় বলে জানা যায়। এর ফলে তার চলমান কাজ নিযমমাপিক সম্পন্ন করতে না পারায় চরম ভুগান্তিতে পড়ে স্হানীয় বাসিন্দারা।
এই বিষয়ে স্হানীয় আমিনবাজার ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ফালান বলেন যে,তিতাস গ্যাসের লাইন থেকে বাহাউদ্দিনের বিল্ডিং এর পাইলিং কয়েক ফুট দুরে হচ্ছে। এজন্য পাইপ লিকেজ অন্য কারনে হতে পারে বলে মতামত দেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকারের কাছে জানতে চাইলে তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করতে বলেন।
উপরোক্ত বিষয়ে তিতাস গ্যাস এর ম্যানেজার অপারেশন আমিনুর রহমান তালুকদার কে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টা আমাদের জানা নাই।