
সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার
নরসিংদীর সাংবাদিক ও শিক্ষক মো: সফিকুল ইসলাম (৪৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার (২ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ব্রেন স্টোক করে হাসপাতালে ভর্তি ছিলেন সাংবাদিক সফিকুল ইসলাম। তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক ছিলেন সফিকুল ইসলাম। নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ও জাতীয় সাংবাদিক সংস্থা সিনিয়র সহ সভাপতি নরসিংদী জেলা এবং শিবপুরের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি।