প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৮:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জান্নাতুল বাকী জেলা রিপোর্টার

শেরপুর, ১ জুলাই: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী সাহসী জনতার স্মরণে আজ বিকেলে শেরপুর শহরের মাইসা হেবা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী । এতে উপস্থিত ছিলেন জেলার আমির, শহর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, আমরা তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাঁদের রক্ত কখনো বৃথা যাবে না।”
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা আকরাম হোসেন । দেশ ও জাতির কল্যাণ, আহতদের আরোগ্য এবং শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা  কর্মী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়