প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উনিতো দেশের বাইরে, তবু হৃদয়ে দেশের টান: পীরব ইউনিয়নের উঠান বৈঠকে ডাঃ গোলাম হাসনাইন (সোহান)। 

মোঃ আশিকুর রহমান:

তারিখ: ৩০ জুন ২০২৫, সোমবার
স্থান: পীরব ইউনিয়ন, শিবগঞ্জ, বগুড়া

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক উঠান বৈঠক। রাজনীতি সচেতন স্থানীয় জনগণ ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে বৈঠকটি রূপ নেয় এক প্রাণবন্ত সামাজিক ও রাজনৈতিক মিলনমেলায়।

উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও প্রবাসী নেতা ডা. এ কে এম গোলাম হাসনাইন (সোহান)। যদিও তিনি দেশের বাইরে অবস্থান করছেন, তবুও ভার্চুয়ালি তাঁর যুক্ত হওয়া এবং বলিষ্ঠ বক্তব্য সবাইকে অনুপ্রাণিত করে। তিনি তাঁর বক্তব্যে বলেন—“প্রবাসে থেকেও আমরা দেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”  আমন্ত্রিত অতিথি:- এ কে এম সোহরাবুজ্জামান (রাহী) — সাবেক সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুবদল, মোঃ সোহান আলী সরকার — সৌদি প্রবাসী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

তাঁরা বক্তৃতায় যুব সমাজের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক ভূমিকা এবং প্রবাসীদের দেশের রাজনীতিতে অব্যাহত অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিবৃন্দ:- আব্দুর রহিম, সদস্য, পীরব ইউনিয়ন বিএনপি, রুবেল তালুকদার, সাবেক সভাপতি, পীরব ইউনিয়ন যুবদল, জহুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক, পীরব ইউনিয়ন যুবদল, সৈয়দ জামান, শ্রমিক নেতা, পীরব ইউনিয়ন, কৃষিবিদ আকাশ হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক, জিয়া প্রজন্ম দল, বগুড়া জেলা শাখা

বৈঠকের মূল আলোচনা বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বিএনপির করণীয়, গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সংগঠনের তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার দিকনির্দেশনা দেন। বিশেষ করে তৃণমূলে দলকে সংগঠিত করা, গণজাগরণ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর জোর দেন সকলে। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক, তরুণ প্রজন্মের প্রতিনিধি ও সাধারণ জনগণ।

বৈঠকটি পীরব ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এক আশাব্যঞ্জক বার্তা পৌঁছে দিয়েছে। এতে নতুন উদ্দীপনা ও ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক ছড়িয়ে পড়ে, যা ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়