প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা

রবিউল ইসলাম সাজু, বগুড়া 

দেশের বৃহত্তম বগুড়া পৌরসভার ২৫-২৬ অর্থবছরের জন্য  ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে । সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ। এসময় তিনি বলেন বগুড়া পৌরসভা দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর মধ্যে অন্যতম। দেশের সর্ববৃহৎ পৌরসভা হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত অর্থ বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তবে এবারে সরকারি বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। তিনি জানান, নতুন বাজেটে বিদ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি শহরের সৌন্দর্যবর্ধন, রাস্তা ও ড্রেন নির্মাণ, ফুটপাত উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটে আলোকসজ্জা, স্বাস্থ্যসেবা, মশক নিধনসহ নাগরিক সেবা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বগুড়াকে একটি আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান আলমন। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ঘোষিত বাজেটে বিভিন্ন খাতে সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ২৯ টাকা এবং ব্যয় ৮১ কোটি ৭৫ লাখ ২৬ হাজার টাকা। এ খাতে সম্ভাব্য উদ্বৃত্ত ৬ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ২৯ টাকা। পানি সরবরাহ খাতে সম্ভাব্য আয় ১ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৬৩৫ টাকা এবং ব্যয় ১ কোটি ৫২ লাখ ৯৫ হাজার টাকা। এই খাতে উদ্বৃত্ত ৪ লাখ ২৭ হাজার ৬৩৫ টাকা। এডিপি খাতে আয়-ব্যয় উভয়ই ধরা হয়েছে ৭ কোটি টাকা।এছাড়া, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আরইউটিডিপি, কোভিড-১৯ সংক্রান্ত প্রকল্প, বগুড়া পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এবং বৃহত্তর পাবনা-বগুড়া উন্নয়ন প্রকল্প মিলিয়ে মোট আয়-ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়