
আবুল হোসেন, স্পেশাল করেশপন্ডেন্ট।
মানিকগঞ্জের পদ্মা নদীর মাঝখানে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের জান মালের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে নটাখোলা পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বহুল আকাঙ্ক্ষিত এই তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।
হরিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মুমিন খান এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর মানবেন্দ্র বালো এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অফস) মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আজাদ,পুলিশ পরিদর্শক (ক্রাইম) আবুল কালাম আজাদ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
এ সময় হরিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, হরিরামপুর উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মঞ্জু, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ, হরিরামপুর জামায়াতে ইসলামীর আমীর হাফেজ লোকমান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন বলেন, হরিরামপুর উপজেলার সুতালড়ি, ধূলসুড়া ও আজিমনগর ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের বাসিন্দাদের আইনি সেবা সহজলভ্য করার লক্ষ্যে নটা খোলায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হলো। এর ফলে এলাকার সর্বসাধারণ যেমন নিরাপদে বসবাস করতে পারবে, অন্যদিকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। তিনি বলেন, চোরাচাল, মাদক ব্যবসা দূর্ণীতি-অনিয়ম, ইভটিজিং সহসহ যে কোন অপরাধ দমনে নটাখোলা পুলিশ তদন্ত কেন্দ্র সার্বক্ষণিক তৎপর থাকবে।