
মোঃ জিয়া উদ্দিন
দাগনভূঞা প্রতিনিধি
অদ্য রবিবার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাদামতলী আশ্রয়ণ প্রকল্পে ইয়াবা সেবন ও জনগণের শান্তি বিনিষ্টকরনের দায়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৬(৫) ৪১ ধারায় অভিযুক্ত তিনজনের দুইজন কে ছয় (৬) মাস ও একজনকে তিন (৩) মাস কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও দাগনভূঞা পৌরসভার একটি দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স ব্যতিত এলপিজি গ্যাস বিক্রয় ও বিপণনের দ্বায়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(ক) ধারায় তিন হাজার ছয়শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট স,ম আজহারুল ইসলাম। জনভোগান্তি দূর করতে অত্র উপজেলায় যোগদানের পরবর্তী সময় থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখায় জনগন সন্তোষ প্রকাশ করেছেন।