প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"হৃদয়ে পাকুরিয়া" স্বেচ্ছাসেবী সংগঠনের  সভাপতি ইমরান মীর, সাধারণ সম্পাদক শামিম আহমেদ

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ

জনসেবায় অগ্রণী ভূমিকা রাখা স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে পাকুরিয়া”-এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন (শনিবার) সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ ইমরান মীরকে সভাপতি এবং মো. শামিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির পরিচালক আশরাফুল ইসলাম। 

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজকর্মী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে “হৃদয়ে পাকুরিয়া” আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

সভাপতি ইমরান মীর বলেন, “আমরা দল-মত নির্বিশেষে পাকুরিয়া ইউনিয়ন কে ভালোবেসে একসঙ্গে কাজ করবো। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে মানবিক সহযোগিতা অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ বলেন, “এই সংগঠন শুধু একটি নাম নয়—এটি আমাদের ভালোবাসার প্রতীক। আমরা একযোগে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।

সংগঠন সূত্রে জানা যায়, খুব শিগগিরই নতুন কমিটির অধীনে একাধিক সামাজিক উদ্যোগ ও মানবিক কার্যক্রম হাতে নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়