প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া পৌর বিএনপি কাউন্সিলে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে সাংবাদিক সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি: এস এম বাদল 
কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণে ব্যাপক জালিয়াতি ও নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে। ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদান, ভোট গণনায় ভুল ও কারচুপির মাধ্যমে ফলাফল নির্ধারণের প্রতিবাদে এবং গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমের কারণে ভোট বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে আয়োজিত হয়েছে এক জরুরি সাংবাদিক সম্মেলন। রবিবার, ২৯ জুন সকাল ১১টায় কুষ্টিয়ার এনএস রোড সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, গত ২৭ জুন ২০২৫, শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ভোটগ্রহণে সংগঠনের শৃঙ্খলা লঙ্ঘন করে গুরুতর অনিয়ম সংঘটিত হয়। সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সভাপতি পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার (চেয়ার প্রতীক)। তিনি নির্বাচনে তার বিপক্ষে পরিচালিত পরিকল্পিত কারচুপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন: মো. বশিরুল আলম চাঁদ, সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি। মো. মিরাজুল ইসলাম রিন্টু, প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি। মেজবাউর রহমান পিন্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদল। এস. এম. গোলাম কবির, সাবেক সাধারণ সম্পাদক, ইবি ছাত্রদল। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের পছন্দসই প্রার্থীকে জয়ী করার জন্য পরিকল্পিতভাবে এই অনিয়ম করেছে। তারা বলেন, এ ধরনের অনৈতিক কার্যকলাপ দলকে সাংগঠনিকভাবে দুর্বল করবে এবং নেতাকর্মীদের মাঝে আস্থা সংকট তৈরি করবে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়