প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাকসাম জেনারেল হসপিটাল থেকে ৩২ লক্ষ টাকা চুরি

হামিদুল ইসলাম, 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 

কুমিল্লার লাকসামের স্বনামধন্য লাকসাম জেনারেল হাসপিটাল (প্রা:) লিমিটেডে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোর হাসপাতালের আলমারিতে থাকা ৩২ লক্ষ টাকা চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

২৮ জুন (শনিবার) লাকসাম থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে অফিস বন্ধ করে চলে যায় কর্তৃপক্ষ। পরদিন ২৭ জুন (শুক্রবার) সকাল ৬.৪৫ মিনিটে পরিচ্ছন্নতা কর্মী মানসুরা বেগম নিত্যকার দায়িত্ব পালনের উদ্দেশ্যে দোতলায় অবস্থিত ম্যানাজারের রুমে প্রবেশ করতে গিয়ে তালা নষ্ট পায়। ভেতরে প্রবেশ করার পর আসবাবপত্র এলোমেলো দেখে সুপারভাইজার আলেক হোসেনকে জানায়। আলেক হোসেন ম্যানাজার এমদাদুল হক (৪৫) কে অবহিত করলে, ম্যানাজার এসে দেখে বিভিন্ন আলমারী ভাঙা এবং হাসপাতালের রক্ষিত নগদ ৩২ লক্ষ টাকা খোয়া গেছে। 

লাকসামের সুপরিচিত ও প্রভাবশালী মালিক পক্ষের প্রতিষ্ঠানে এতো বড় চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে লাকসাম জেনারেল হসপিটালের চেয়ারম্যান মজির আহমেদ বলেন, চোর দোতলায় পূর্ব পাশের জানালা খুলে, গ্রীল কেটে প্রবেশ করে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় এবং সুপরিকল্পিত ভাবে পূর্ব পরিকল্পনার মাধ্যমে এই চুরি সংগঠিত হয়েছে বলে তিনি দাবি করেন। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্তাধিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়