
মোঃ হাফিজুর রহমান গাজীপুর
গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকায়বনভূমি জবরদখল করে গড়ে তুলা অবৈধ বসতবাড়ি স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বনভূমিতে গড়ে তুলা দুই শতাধিক বসতবাড়ি ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
আজ সকাল সাড়ে ৯ টা থেকে গাজীপুর সদর রেঞ্জের অধীনে মনিপুর, নয়া পাড়া, বেগমপুর ও বিকেবাড়ি, বিটের ডগরী গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং শেষ হয় বিকেল ৫ টায়।
গাজীপুর সদররেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই গাজীপুর সদররেঞ্জের অধীনে সংরক্ষিত বনাঞ্চল বনভূমি জবরদখল করে অসংখ্য অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করে। এতে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনাঞ্চল বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৫ আগস্টের পর বনাঞ্চলের বনভূমি জবরদখল করে গড়ে তুলা অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদ আবেদন করা হয়।
মাসুম আক্তার নামে এক গার্মেন্টসকর্মী বলেন, শরীরের রক্ত পানি করে গার্মেন্টসে কাজ করে উপার্জিত টাকা দিয়ে এক ঘর তুলছিলাম। আজ এসে আমাকে গাছ তলায় বসিয়ে দিলো। আশপাশে তো শত-শত ঘরবাড়ি সেগুলো সব থাকলো। শুধু আমাকে চোখে পড়লো। এই অবুঝ শিশু নিয়ে কোথায় থাকবো। আমাদের তো কোন জমাজমি নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মামুনুর রশিদ বলেন, গত ৫ আগস্টের পরপরই সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তুলা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। জবরদখল মুক্ত হয়েছে বনভূমি। উদ্ধারকৃত বনভূমি আনুমানিক বাজার মূল নির্ধারণ করা হয়নি অভিযান চলমান রয়েছে । অভিযানে সহযোগিতা করেছে প্রায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।