প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলগাছী হাসপাতালে চিকিৎসা না পেয়ে আহত রোগীর ফিরে যাওয়ার অভিযোগ

ফেরদৌস হোসেন, উপজেলা  প্রতিনিধি বদলগাছী, নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক মোছাঃ নুসরাত জাহানের বিরুদ্ধে এক আহত রোগীকে চিকিৎসা না দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, “আমি সড়ক দুর্ঘটনায় পা কেটে গেলে বদলগাছী হাসপাতালে চিকিৎসা নিতে যাই। কিন্তু জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমাকে চিকিৎসা না দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। পরে বাইরে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ফিরে এসে নিজের মতো করে পায়ে ব্যান্ডেজ করি।” তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের এমন আচরণে আমি অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক মোছাঃ নুসরাত জাহান বলেন, “আমি অন্য রোগী দেখছিলাম, তাকে বাইরে বসতে বলেছিলাম। পরে তিনি আর চিকিৎসা না নিয়েই চলে যান।”
উল্লেখ্য ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে রুগীদের সাথে অসৌজন্য মূলক আচরণের একাধিক অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা পরিবর্তে  লাঞ্চনার স্বীকার হওয়ায় সচেতন মহলের দাবি তাঁর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা উদ্ধর্তন কর্তৃপক্ষ গ্রহন করবেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(R.M.O) মোঃ নাহিদুজ্জামান বলেন,তার নামে আগেও এরকম অভিযোগ উঠেছিলো। বিষয়টি আমি শুনেছি।উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়