প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে সন্ত্রাসীদের কবল থেকে মার্কেট রক্ষার দাবিতে মানববন্ধন

সাভারে সন্ত্রাসীদের কবল থেকে মার্কেট রক্ষার দাবিতে মানববন্ধন

তাহের তারেক 

ঢাকা জেলার সাভার উপজেলার সাভার বাসস্ট্যান্ডে অবস্থিত এন এফ ভি আই শপিং কমপ্লেক্স অন্ধ মার্কেট রক্ষার দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ সাভারের এন এফ ভি আই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) কে দুর্ধর্ষ সন্ত্রাসী ও পতিত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজদের কবল হইতে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ৪ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার (২৮ জুন) দুপুর ১২ ঘটিকায় সাভার বিরুলিয়া আঞ্চলিক সড়কে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এন এফ ভি আই শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করা হয়।

এ সময় তারা চাঁদাবাজ সন্ত্রাসী ও অবৈধ দোকান দখল মুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতি কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার মহাসচিব এর বক্তব্যে বলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এন এফ ভি আই শপিং কমপ্লেক্সের জমিদারি ভাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা হয়। 

তিনি অভিযোগ করে বলেন পতিত সরকারের সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী দুর্ধর্ষ চিহ্নিত সন্ত্রাসী  মার্কেটের দোকান দখলকারী ও চাঁদাবাজ নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুলের, নেতৃত্বে সন্ত্রাসী হেলাল ওরফে মুরগি হেলাল, সোহেল ওরফে লেংড়া সোহেল, মাহাবুবুল হাসান খোরশেদ ওরফে মুরগি খোরশেদ, আনোয়ার হোসেন ওরফে ফটকা আনোয়ার, রিপন ওরফে কাইল্লা রিপন, বেলাল উদ্দিন মনা সহ তাদের সহযোগী অজ্ঞাত ২০/২৫ জন কতিপয় চাঁদাবাজ বিভিন্ন সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এন এফ ভিআই শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে চাঁদা আদায় মার্কেটে দোকান দখল এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন ৫ ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের পতন হলে উপরোক্ত দুষ্কৃতিকারীরা কিছুদিন নীরব থাকলেও খোলস পাল্টে পূর্বের ন্যায় সেই সন্ত্রাসী কার্যক্রম আবারো তৎপর হয়ে উঠেছে এবং নতুন কিছু কৌশল অবলম্বন করেছে।

তিনি আরো বলেন পবিত্র ঈদুল আযহার তিনদিন পূর্বে নজরুল ইসলাম মুরগি নজরুলের নেতৃত্বে এই সন্ত্রাসী চক্রটি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ ভিআই কমপ্লেক্সর অফিসে এসে মার্কেটিং চার্জ আব্দুল রহিমের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই চাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করতে থাকে। পবিত্র ঈদুল আযহা শেষে চতুর্থ দিনের মাথায় অপরাধচক্রটি মার্কেটে সশস্ত্র মহড়া দেয় এবং পুনরায় মার্কেটিং চার্জ আব্দুর রহিমকে অফিসে এসে শাসিয়ে দাদা পরিষদ না করলে গুলি করে হত্যা করবে মর্মে হুমকি দেয়। পরবর্তীতে গত ২৩/০৬/২০২৫ ইং তারিখ রাত ১১ টায় এন এফ ভিআই শপিং কমপ্লেক্সের সামনে বিরুলিয়া রোডে পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে মার্কেট ইনচার্জ আব্দুর রহিমকে অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার ডাক টিক্কারে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে তাদের এমন সন্ত্রাসী কর্মকান্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা কর্মচারী ও সহযোগী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমত অবস্থায় সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনসহ আইনের আওতায় আনার জোর দাবি  জানাচ্ছি এবং নির্বিঘ্নে মার্কেট পরিচালনায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়