মুকুল হোসেন
কৃষি প্রণোদনা কর্মসূচির ২০২৪-২০২৫ খ্রিঃ অর্থ বছরের আওতায়- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩'শত উপকারভোগী, শিক্ষা্র্থী, কৃষক-কৃষাণীদের মাঝে নিম, বেল, জাম ও কাঠাল চারাবৃক্ষ জন প্রতি ৪টি করে বিনামূল্য বিতরণ করা হয়।
উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া, সিরাজগঞ্জের আয়োজনে,
শুক্রবার (২৭ জুন-২০২৫খ্রিঃ ) সকাল ১০ টায় উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সন্মুখ হতে উক্ত নিম, বেল, জাম ও কাঁঠাল এর চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী।
এসময়ে তিনি তার বক্তব্য বলেন, আপনার গাছের চারাগুলো নিয়ে ভালোভাবে রোপণ করে বেড়া লাগাবেন এবং নিয়মিত পরিচর্যা করবেন বলে আশা করি।
এ সময় অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সহযোগিতা করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম , সুরুজ্জামান, কে.এম. রবিউল করিম, এস.এম. নূরুল আলম, ইকবাল হোসেন, হাদিদুল ইসলাম, রমজান আলী, আব্দুল মান্নাফ, শিহাব উদ্দিন,, কারিমুল ইসলাম, স্বপন কুমার বসাক, আফরোজা খাতুন, বসির উদ্দিন, হারুন অর রশিদ, সোহেল আরমান, নুর মোহাম্মাদ, জুযেল রানা, রেজাউল করিম, নাজমুল হাসান, আতিকুর রহমান, সুমন রেজা, হিরন আলী, রঞ্জু আলম, আবু ইউসুব সরকার, আরিফ মাহমুদ মিয়া,তানভীর ইসলাম, রেজাউল করিম, উম্মে কুলসুম আরা, আল্লামা ইকবাল, মামুন অর রশিদ, শাকিল হোসেন, রোমানা ফেরদৌস, রুবেল রানা, আরিফ মাহমুদ মিয়া প্রমুখ । এসময়ে সকল সুবিধা ভোগী কৃষক-কৃষাণী, অভিভাবক, শিক্ষার্থীরা বৃক্ষের চারা নিয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।