
নড়িয়া প্রতিনিধি: এস.এম.আব্দুল্লাহ
শুক্রবার (২৭ জুন) বিকালে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হাসান, মো. হোসেন, মো. রাজিব, মিজানুর রহমান ও সাইদুর। এরা প্রত্যেকেই বালুশ্রমিক।
নড়িয়া উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় চরআত্রা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিদের ১০ লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা দিতে না পারায় শুক্রবার সকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পদ্মা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানকালে ৫ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিদের ১০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তাদেরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা টাকা দিতে না পারায় তাদেরকে জেল হাজতে পাটানো হয়েছে।’