প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়িয়ায় ৪০ দিন জামাতে নামাজ পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

এস.এম.আব্দুল্লাহ- 
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৪০ দিন ধারাবাহিকভাবে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী আয়োজন করেছে মানবিক সংগঠন বন্ধন মানবকল্যাণ সংস্থা ও ডা. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২৬ জুন ) বিকেল ৩টায় নড়িয়ার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে যারা নিয়মিতভাবে ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেছে, তাদের হাতে সনদপত্র, ক্রেস্ট,বই, চাবির রিং, কলম এবং অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাছাইকৃত ৫ জন বিজয়ীকে উপহার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা – আমিনুল ইসলাম বুলবুল।
তাছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানের উদ্যোক্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, “এই উদ্যোগের উদ্দেশ্য নতুন প্রজন্মকে নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং ধর্মীয় মূল্যবোধে উৎসাহিত করা।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি আঃ বারেক বেপারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন, সাংবাদিক মাহবুব আলম, সাংবাদিক এম এ জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা যুগ্ম আহবায়ক এইচ এম আদর, শাহাদাত মাস্টার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জিএম ফরিদ(বিএসসি), বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান প্রমুখ।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং নামাজের গুরুত্ব বোঝানোর একটি সুন্দর মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়