প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সখিপুরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

এম এম জসিম উদ্দিন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের আলী আশরাফ বেপারি কান্দি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৪-১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে গফুর ঢালীর বাড়ির পাশের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা সখিপুর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সখিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছি। কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একইসঙ্গে কিশোরীর পরিচয় জানার জন্য বিভিন্ন থানা ও পরিবারে খোঁজ নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়