প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাইদা পরিবহনের হেল্পার ও চালকের হামলায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর ধোলাইপাড় এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে ভয়াবহ হামলার শিকার হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইসলাম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাতে জানা যায়, জাহিদ ধোলাইপাড় থেকে নদীর ওপাড় যাওয়ার জন্য রাইদা পরিবহনের একটি বাসে ওঠেন। যাত্রাপথে বাসের হেল্পার তার কাছ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করলে জাহিদ প্রতিবাদ জানান। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

বাস থেকে নামার সময়, জাহিদ যখন এক পা রাস্তায় নামিয়েছেন, ঠিক তখনই বাস চালক হঠাৎ করে বাসটি চালিয়ে দেন। এতে জাহিদ আঘাত পেয়ে পড়ে যান। পরে ক্ষুব্ধ হয়ে তিনি বাসটিকে থামাতে দৌঁড়ে গিয়ে জানালায় ধাক্কা দেন। তখন বাস চালক জানালার ভাঙা গ্লাস দিয়ে জাহিদের ওপর হামলা চালায়। এসময় তার ডান হাতে গভীর আঘাত লাগে এবং একাধিক নার্ভ কেটে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

জাহিদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনার পরপরই বাস চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জাহিদের পরিবার, সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষক জানান, "এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"

শিক্ষার্থীরা বলেন, “রাইদা পরিবহনকে এই ঘটনার দায় স্বীকার করতে হবে এবং জাহিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে। অন্যথায় আমরা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”

ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা ও সচেতন নাগরিক সমাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়