প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার থানা পুলিশের হাতে আটক

মোঃ ফেরদৌস হোসেন 
উপজেলা প্রতিনিধি বদলগাছী , নওগাঁ।

নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা যায় যে বৃহস্পতিবার ২৬ জুন/২০২৫ ইং তারিখ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে পাকা রাস্তার উপর থেকে নওগাঁ সদর ও বদলগাছী থানার যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন উপজেলার চাকরাইল গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে।

আটকের বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলগাছী থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ কর্তৃক বিস্ফোরক দ্রব্য আইনে নওগাঁ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। 
মামলা নং-১৩ তারিখঃ ১৪- ০৮-২০২৪ ইং।
পরে নওগাঁ সদর থানা পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়