
মুকুল হোসেন
সিরাজগঞ্জে মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে - র্যালি প্রদর্শন, আলোচনাসভা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (২৬ শে জুন) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখে বেলুনফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়, এরপর র্যালি শুরু করে শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন - অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ নাজরান রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন, র্যাব-১২ এর কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।
এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের
পরিদর্শক মোঃ কামরুজ্জামান, এমদাদুল হক খাঁন, সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান সহ অন্যান্যরা, সরকারী -বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রোভার স্কাউটস সদস্যরা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা, বিভিন্ন মাদক দ্রব্য নিরাময় কেন্দ্রের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।