
মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি):
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমনা”— এই মূলমন্ত্রকে ধারণ করে রামগড় উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কর্তৃক পরিচালিত টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুপালিনী চাকমা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আবুল কালাম, এবং প্রশিক্ষিকা হিসেবে ছিলেন জনাবা আরজিনা আক্তার।
আরও উপস্থিত ছিলেন
? গোলাপ ত্রিপুরা, ১নং পৌর ওয়ার্ড দলনেতা
? পারুল দাশ, ইউনিয়ন দলনেত্রী
? মো: হানিফ, ১নং প্লাটুন পিসি
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী, যার মধ্যে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। তিনজন প্রশিক্ষণার্থী বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হন।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, আত্মরক্ষা, সমাজ সেবামূলক কার্যক্রম এবং দেশের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় যুব সমাজকে আত্মনির্ভরশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আনসার ও ভিডিপি – গ্রামে গ্রামে নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক।