প্রকাশিত : ২৪ জুন, ২০২৫, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার গ্রেফতার

 আবুল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট। 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ শ্রমিক লীগের  সভাপতি বাবুল সরকারকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। দীর্ঘদিন যাবত আত্মগোপনে থাকা গ্রেফতারকৃত বাবুল সরকার মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি।

মঙ্গলবার (২৪ জুন) ভোর সাড়ে তিনটার দিকে ডিএমপি'র দারুস সালাম থানাধীন এস এ  খালেক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল (৫৬) মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের জয়রা এলাকার মৃত আজগর সরকারের পুত্র।

মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য শামীম আল মামুন বলেন, গ্রেফতারকৃত বাবুল সরকার সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বিভিন্ন অপকর্মের জ্বলন্ত সাক্ষী। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর দাপট দেখিয়ে বিএনপি'র নেতা কর্মীদের দমন পীড়ন করা ছিল বাবুল বাহিনীর মূল লক্ষ্য। এছাড়া সে গত ১৫ বছরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির  মালিক বনে গেছে।  হাসিনা সরকারের দুঃশাসন আমলে বিএনপি'র  মিছিল মিটিং এ বাবুল ও তার ক্যাডার বাহিনী সরাসরি হামলা চালিয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের সাথে আঁতাত করে বিএনপি'র নেতা কর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও খালপাড়ে নিরীহ ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুল সরকার (৫৬) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার  (মামলা নং- ২৬ (৯) ২৪) এজাহার নামীয় আসামি।
 
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বাবুল সরকারকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়