প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাইয়ে মতামত গ্রহণ

জুনায়েদ কামাল - ব্যুরো চীফ নোয়াখালী

নোয়াখালী-৪ (সদর, সুবর্ণচর) উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বছাইয়ের জন্য মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে (সদর, সুবর্ণচর) নোয়াখালী-৪ আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এক বিশেষ মতামত গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় নোয়াখালী জেলা দক্ষিণ শাখা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ফিরোজ আলম এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানা শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ আব্দুল মুকিত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক , ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগ।

বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া। সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ। হাফেজ মাওলানা কাউসার আহমাদ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ। মাওলানা মুদ্দাসসির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক নোয়াখালী জেলা দক্ষিণ। মাওলানা ইকবাল হোসাইন, সভাপতি ইসলামী যুব আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ। ডা. আব্দুল মুকিত, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর। মাওলানা আবুল বাশার রায়হান, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর। মুফতী ইসমাইল হোসাইন, সাংগঠনিক সম্পাদক নোয়াখালী সদর। মুফতী মুহাম্মদ আব্দুল আজীজ, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ। সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল করীম প্রমুখ। 

সভায় সদর, সুবর্ণচর উপজেলার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী নির্বাচনে তাদের মতামত প্রদান করেন। পরে ভোট গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। সকলের মতামতের উপর ভিত্তি করে কেন্দ্রীয় ভাবে প্রার্থী মনোনয়ন করা হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়