প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাঃ জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জাহিদুর রহমান, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সহধর্মিণী ও খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে ২০ জুন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

এছাড়াও রায়পুরা উপজেলা বিএনপির আওতাধীন সকল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতাকর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে একটি ভিডিও প্রজেকশনের মাধ্যমে ডাঃ জুবাইদা রহমান-এর রাজনৈতিক ও সামাজিক ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়