প্রকাশিত : ১৭ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার। 

মোহাম্মদ সাজেদুল ইসলাম (বুলু)
উপজেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তা।
গাংনী, মেহেরপুর।
 
মেহেরপুর জেলার  গাংনী উপজেলার  জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণের পুকুর থেকে ফাহিম হোসেন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার (১৭ ই জুন, ২০২৫) দুপুর ১ টার সময়  তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের দুই ছেলে-মেয়ের মধ্যে বড়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হাসান আল নূরানী জানান, আজ (১৭ ই জুন) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ছেলেরা স্কুলের মাঠে ফুটবল খেলা শেষ করে পুকুরে নেমে গোসল করে বাড়ি ফিরে যায়। শিশু ফাহিম বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বন্ধুদের কাছ থেকে জানা যায়, ফাহিম পুকুরে গোসল করতে নেমেছিল দেখেছে। কিন্তু পুকুর থেকে উঠে বাড়ি গেছে কিনা সেটা তারা জানে  না। এসময় পুকুরের পানিতে খোজাখুজি শুরু হয় এবং  বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়। স্থানীয় লোকজন শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করার সময়ে লিডার আব্দুল মতিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে হাজির হয়। ফায়ার সার্ভিস টিমের সদস্যরা শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন নিশ্চিত করেন যে শিশুটি অনেক আগেই মারা গেছে। 
শিশু ফাহিম হোসেন পুকুরে গোসল করতে নেমে ডুব দিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ফাহিম হোসেন জোরপুকুরিয়া গ্রামের মধ্যপাড়ার  মোহাঃ মনিরুল ইসলাম (দাদা) এবং একই গ্রামের পূর্বপাড়ার মোহাঃ নজরুল ইসলাম নজু(নানা) এর নাতি।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়