প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার দল বিএনপি প্রমাণ পেয়ে গেছেন,আমি পকেট ভরতে আসি নাই-মাসুদুজ্জামন মাসুদ

দোলা দেওয়ান: নারায়ণগঞ্জের বরফকল মাঠে (১৪ই জুন) একসঙ্গে ১৫ হাজার মানুষের ঈদ পূর্ণমীলন অনুষ্ঠানের মাধ্যমে সকলের নজরে আসলো জনাব মাসুদুজ্জামান মাসুদ।

বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে নারায়ণগঞ্জ ৫ আসনের জনগনের চাওয়া যেনো রূপ নিতে যাচ্ছে বাস্তবে।

সকলের সাথে কুশলবিনিময় করে জনাব মাসুদুজ্জামান মাসুদ বলেন:আমি ক্ষুদার্থ নই,আমি পকেট ভরতে  রাজনীতিতে আসে নাই,বরং আমি মানুষের জন্য কিছু করতে চাই,এটাকে অন্যভাবে নিবেন না,আমি সাধারণত মানবিক কাজ করি আত্নার শান্তির জন্য,তবে এবার দল ও জনগনের চাওয়াতে আমিও সায় দিচ্ছি, এতে যদি নারায়ণগঞ্জ -৫ আসনের জন্য ভালো কিছু করতে পারি তাহলে নিজেও আনন্দিত হবো।

তিনি আরো বলেন,বিগত দিনগুলোতে আমরা চাঁদাবাজ,সন্ত্রাসদের হাতে জিম্মি ছিলাম,ছিলো কিশোর গ্যাং এর তান্দব,তবে ৫ই আগষ্টের পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি,যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি যেটা আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ।নারায়ণগঞ্জ এমন একটি শহর যেখানে এখনো শহরে যানজট লেগে থাকে,স্বাধীনতার ৫৪ বছরেও বন্দরে নেই ভালো কোনো হাসপাতাল,বন্দরে যাতায়াতে নেই সেতু, তাই আমি চাই এই শহরকে নতুন রূপে সাজাতে, স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ে তুলতে,যানজট মুক্ত শহর,নদীপথ পারাপারের সহজ ব্যবস্থা সহ বন্দরে চিকিৎসার উন্নতি সহ আরো উন্নয়ন মূলক কাজ করার সুযোগ।

অনেকেই আছেন যারা আমাকে নিয়ে ইতিবাচক সমালোচনা করেন আবার কিছু মানুষ আছেন নেতিবাচক সমালোচনা করেন,অনেকের প্রশ্নও আছে আমি বিএনপি করি কি না??তাদের উত্তরে বলবো আজ এটার প্রমাণ পেয়ে গেছেন আমি মনে করি আজ এই অনুষ্ঠানে আমাদের দল বিএনপির অনেক নেতাকর্মী সহ সমার্থক উপস্থিত হয়েছে।এবং যারা ইতিবাচক সমালোচক- তাদের ধন্যবাদ জানাই ও যারা নেতিবাচক সমালোচক তাদেরও ধন্যবাদ জানাই,সবশেষে বলতে চাই ইতিবাচক ও নেতিবাচক নিয়ে একসাথে সামনে আগাতে চাই,সমাজে ভালো কিছু করতে চাই।

আমি যেনো আপনাদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে পারি এই দোয়া করবেন আমার জন্য।এই বলে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনী,গরিব,বিএনপি নেতাকর্মীসহ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়