
মুকুল হোসেন
শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামে শাহিদা মেম্বার এর বাড়ীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়। মেলার আয়োজন সেশন পরিচালনা করেন অফিসার সেলপ মোঃ মাসুদ রানা ।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির স্বপ্নসারথি দলের কার্যক্রমের অংশ হিসেবে ২৪ তম সেশনে সকল স্বপ্নসারথি তাদের স্বপ্নের মেলার আয়োজনে করে।
এ মেলায় স্বপ্নসারথি কিশোরীরা তাদের স্বপ্নগুলো উপস্থাপন করে। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক , পাইলট সহ যে যা হতে চায় তার প্রতিকৃতি, গল্প, ছবির মাধ্যেমে উপস্থাপন করে। মেলায় তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভাবে সেজে তিনটি স্টলে তাদের স্বপ্নগুলো সাজায়। এক এক করে সকলে তিনটি ষ্টল ঘুরে দেখে তাদের স্বপ্নের বিষয়ে একে অপরের সাথে মতবিনিময় করে।
এ স্বপ্নের মেলা আয়োজন তাদের স্বপ্নকে আরো প্রসারিত ও বাস্তবায়নে সহযোগিতা করবে।জানা যায় যে, জুন-২০২৫ খ্রিঃ মাসে সিরাজগঞ্জ সদর উপজেলায় ১০ টি গ্রামে স্বপ্নের মেলা বাস্তবায়ন করা হবে।